বিবাহবার্ষিকীর ১১ বছরে বিশেষ বার্তা সাকিবের স্ত্রীর

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৩, ১৪:১৬
শেয়ার :
বিবাহবার্ষিকীর ১১ বছরে বিশেষ বার্তা সাকিবের স্ত্রীর

১২. ১২. ১২ তারিখটা স্মরণীয় করে রেখেছেন সাকিব আল হাসান। ঘটা করে আজ থেকে ১১ বছর আগে যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে আকদ হয়েছে তার। তারকা এ দম্পতির আজ মঙ্গলবার বিবাহবার্ষিকীর ১১তম বছর।

বিবাহবার্ষিকী উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন সাকিবের স্ত্রী শিশির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে বিবাহের একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, আমাদের একসঙ্গে পথচলার ১১ বছর, আলহামদুলিল্লাহ! আমাদের পৃথিবীটা খুবই ছোট, তবে এই ছোট্ট পৃথিবীটা ভালোবাসা ও শ্রদ্ধায় পরিপূর্ণ। প্রথম দিন থেকেই আমরা প্রতিজ্ঞা করেছি সবসময় পরস্পরের পাশে থাকব। আল্লাহ আমাদের সহায় হোক যেন আমরা এভাবেই জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে পারি। ভালোবাসা হয়তো একটি শব্দ, কিন্তু এর অনুভূতি অনেক বিশাল। ১১ বছর পার করেছি, সামনেও আরো পথ একসঙ্গে পাড়ি দেব ইনশাআল্লাহ। যাই হোক তারিখটা দারুণ ছিল।

সাকিব-শিশির দম্পতির ঘরে রয়েছে তিন সন্তান। দুই মেয়ে ও একটি ছেলে।

এর আগে ২০১০ সালে ইংল্যান্ডে ওরস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ২৩ বছর বয়সী শিশিরের সঙ্গে সাকিবের পরিচয় হয়। এরপর ২০ লাখ ১ টাকা কাবিনে শিশিরকে বিয়ে করে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন সাকিব।

বাবা-মার সঙ্গে ১০ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নারায়ণগঞ্জের মেয়ে শিশির।