দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪
শেয়ার :
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। 

আজ মঙ্গলবার সকাল ৬ টা থেকে কুয়াশা কেটে গেলে নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এতে ঘাটের দুপাড়ে যানবাহনের সারির সৃষ্টি হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন দৈনিক আমাদের সময়কে বলেন, গতকাল সন্ধ্যার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার প্রকোপ শুরু হয়। এরপর রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রাও বাড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। কুয়াশা কেটে গেলে আজ সকাল ৬টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।