খালেদা জিয়াকে জরুরিভিত্তিতে সিসিইউতে স্থানান্তর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়া তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে জরুরিভিত্তিতে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
৭৮ বছর বয়সী খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদ্রোগ ও লিভার জটিলতায় ভুগছেন। গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর কয়েক দফায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?