ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭
ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। গতকাল রবিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছে দমকলকর্মীরা। বোলোনা ও রিমিনি থেকে আগত বিপরীতমুখী দুটি ট্রেনে এই সংঘর্ষ ঘটে। এর মধ্যে একটি হাইস্পিড ট্রেন ও একটি আঞ্চলিক ট্রেন। ফায়েন্জা শহরের কাছে আসলে ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ ঘটে।
দেশটির জাতীয় ট্রেন অপারেটর মুখপাত্র ট্রেনিটালিয়া বার্তা সংস্থা এএফপিকে বলেন, যাত্রীরা খুবই হালকা আঘাত পেয়েছেন। তিনি বলেন, সংঘর্ষের সময় ট্রেন দুটির গতি খুবই কম ছিল। বিষয়টি নির্য়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ইতালির পরিবহনমন্ত্রী মাতেও সালভিনি বলেন, বিষয়টিতে গভীর নজর রাখছেন তিনি। এই ঘটনার জন্য কে দায়ী তা খুঁজে বের করা হবে।
আরে আগে চলতি বছর ৩১ আগস্ট ট্রেনের ধাক্কায় ইতালিতে পাঁচজন রেলকর্মী নিহত হয়েছিলেন। তার আগে ২০২০ সালে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ছে দুজন কর্মী মারা যান, আহত হন ৩১ যাত্রী।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস