টেক্সটাইল মিলে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল | ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীর তিস্তার গেট এলাকায় আনোয়ার টেক্সটাইল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আব্দুস সাত্তার (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তৌহিদুল ইসলাম নামে আরও এক যুবক আহত হয়েছেন।
আনোয়ার টেক্সটাইল মিলের ফায়ার সেফটি কর্মকর্তা তাজুল মণ্ডল বলেন, আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাত্তারকে মৃত ঘোষণা করেন। অপর জন চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আব্দুস সাত্তার গাজীপুরের জারুন মিরপুর নন্দন এলাকার বাসিন্দা। তিনি টঙ্গী এলাকায় থাকতেন। তিনি ঐ প্রতিষ্ঠানের সেকশন অফিসার ছিলেন। আহত তৌহিদুল সহকারী হিসাবে কাজ করতেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার