কারাগারে মির্জা ফখরুলের সঙ্গে দেখা করলেন স্ত্রী ও মেয়ে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কারাগারে দেখা করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও বড় মেয়ে মির্জা শামারুহ। গতকাল রবিবার দুপুর ১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে তারা মির্জা ফখরুলের সঙ্গ দেখা করেন।
আজ সোমবার বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
মির্জা ফখরুলের পারিবারিক সূত্রে জানানো হয়, কারাগারে ভালো আছেন বিএনপি মহাসচিব। পত্রিকা পড়ে দেশের খবর রাখছেন তিনি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সকালে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আগের দিন গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে উসকানি দিয়ে পুলিশের ওপর হামলা করানো এবং প্রধান বিচারপতির বাসায় ভাঙচুরের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এরপর কয়েক দফায় মির্জা ফখরুলের জামিনের আবেদন করা হলে তা নামঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?