দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
দক্ষিণ কোরিয়ায় অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার প্রশিক্ষণ চলাকালে ইউএস এফ-১৬ মডেলের সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন বিমানচালক।
দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়্যুনহাপ জানায়, সিউলের ১৭৮ কিলোমিটার দক্ষিণে গুনসানের বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরে সমুদ্রে এটি বিধ্বস্ত হয়। পাইলট প্যারাসুটের সাহায্যে বেরিয়ে যান এবং তাকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এই বিষয়ে কোনো মন্তব্য করেনি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই কিছু জানানো হয়নি।
এর আগে চলতি বছর মে মাসে একটি এফ-১৬ বিমান সিউলের কাছে বিধ্বস্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী দক্ষিণ কোরিয়া। দেশটিতে ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা অবস্থান করছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস