মতিঝিলে বাসে আগুন
রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে ৩টা ৩৫ মিনিটে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এরশাদ হোসেন বলেন, ‘আমরা বিকেলে ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন সংবাদ পেয়েছি। তারপর আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ শুরু করে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?