বরিশাল ও পাবনায় বিএনপির সাংগঠনিক পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৩, ১৫:০৩
শেয়ার :
বরিশাল ও পাবনায় বিএনপির সাংগঠনিক পদে রদবদল

বরিশাল মহানগরের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জিয়াউদ্দিন শিকদারকে মহানগরের ভারপ্রাপ্ত আহবায়ক এবং চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে পাবনা জেলার সমন্বয়কের হিসেবে দায়িত্ব দিয়েছে বিএনপি। 

আজ সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান ফারুক এবং ১ নম্বর যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট জিয়াউদ্দিন শিকদারকে ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।