ঢাকার আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৭
শেয়ার :
ঢাকার আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ সোমবার ঢাকার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন একনজরে দেখে নেওয়া যাক-

প্রধানমন্ত্রীর কর্মসূচি:

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে সকাল ১০টায় মন্ত্রিসভা কমিটির বৈঠক।

ডিএনসিসি মেয়রের কর্মসূচি:

বেলা ১১টায় মহাখালী ফ্লাইওভারে (রাওয়া ক্লাবের সামনে) চলমান দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট (চিত্রকর্ম) কার্যক্রম পরিদর্শন।

ভোক্তা অধিকারের কর্মসূচি:

বেলা ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভোক্তা-অধিকার সচেতনতাবিষয়ক বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে সংবর্ধনা। উপস্থিত থাকবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।

১০০ খুদে কোরআনে হাফেজের মেট্রোরেল ভ্রমণ:

সকাল ৮টা ৪৫ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ১০০ জন খুদে কোরআনে হাফেজের মেট্রোরেলে যাত্রা। ভ্রমণে মাদ্রাসা শিক্ষার্থীরা উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরবে।