পাথর তুলতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৩, ০০:১৪
শেয়ার :
পাথর তুলতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পাথর উত্তোলন করতে গিয়ে মাটিচাপায় মানিক মিয়া (৫৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার ভোরে উপজেলার জাফলং পিয়াইন নদীর চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানিক মিয়া গোয়াইঘাট উপজেলার মধ্য লাখের পাড় এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মানিক মিয়াসহ কয়েকজন পাথর উত্তোলন করছিলেন। এ সময় ওপর থেকে বালু ও মাটি ধসে পড়লে মানিক মিয়া চাপা পড়েন। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।