ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা
ইউক্রেনজুড়ে গতকাল শনিবার প্রায় ১০০ বিমান হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের ফার্স্ট লেডি সতর্ক করে বলেছেন, ‘পশ্চিমা সামরিক সহায়তা ছাড়া ইউক্রেন ভয়াবহ বিপদে।’ আজ রবিবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের জেনারেল স্টাফ অফিস জানিয়েছে, ইউক্রেনের সামরিক স্থাপনা এবং জনবহুল এলাকা লক্ষ্য করে শত্রুপক্ষ ২৮টি ক্ষেপণাত্র, ২৭টি বিমান হামলা এবং ৫৯বার গুলিবর্ষণ চালিয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু ছিল। এসবের মধ্যে খারকিভ, লুহানস্ক এবং দোনেতস্কে ব্যাপক লড়াই দেখা গেছে। প্রায় ৮০ দিন পর ক্রুজ মিসাইল প্রতিহত করা হয়েছে-এমনটি ইউক্রেনের কর্তৃপক্ষ জানানোর একদিন পরেই ইউক্রেনে ভয়াবহ এ হামলার খবর এলো।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান অলেকজান্ডার প্রকুদিনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ইউক্রেনের খেরসন অঞ্চলেই রুশ বাহিনী ৬২বার শেল নিক্ষেপ করেছে। এ ছাড়া, মর্টার, আর্টিলারি, ট্যাংক, ড্রোন এবং বিমান থেকে তিন শতাধিক হামলা চালানো হয়েছে।
বেরিস্লাভে রুশ বাহিনীর হামলায় শনিবার অন্তত একজন বেসামরিক লোক নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। এ ছাড়া গত শুক্রবারের হামলায় ৪৭ বছর বছর বয়সী একজন নারী আহত হয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬৫৫ দিন ধরে চলছে দেশ দুইটির মধ্যে যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস