দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

অনলাইন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭
শেয়ার :
দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ঢাকার বাতাসের মান আজ রবিবার ‘খুব অস্বাস্থ্যকর’  অবস্থায় আছে। এদিন সকাল ৯টা ২০ মিনিটে ২৩৭ একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে আছে ঢাকা।

এই তালিকায় ২০৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চীনের চেংডু। ২০৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ২০২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের করাচি।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' হিসেবে ধরা হয়। এদিকে ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর 'খুবই অস্বাস্থ্যকর' বলে বিবেচনা করা হয়।

ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।