ঢাকার আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ রবিবার ঢাকার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন একনজরে দেখে নেওয়া যাক-
রাষ্ট্রপতির কর্মসূচি:
জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত মানবাধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হবে এ অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তথ্যমন্ত্রীর কর্মসূচি:
বেলা ১১টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ সংগঠন আয়োজিত ‘বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে সমাবেশ’ অংশ নেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এছাড়া বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে জাতীয় প্রেসক্লাবের দুই স্থায়ী সদস্য এম ওয়াহেদ উল্লাহ এবং শিলব্রত বড়ুয়ার মৃত্যুতে স্মরণসভায় অংশ নেবেন তথ্যমন্ত্রী।
বিএনপিসহ যুগপৎ শরিক দল ও জোটের কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। একই সময়ে জাতীয় মানবাধিকার কমিশন অফিসের সামনে মানববন্ধন করবে গণতন্ত্র মঞ্চ। ১২ দলীয় জোট বিজয় নগর পানির ট্যাংকের সামনে বেলা ১১টায় একই কর্মসূচি পালন করবে। জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সে মানববন্ধন করবে। এলডিপি জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন করবে। গণ ফোরাম ও পিপলস পার্টি হাইকোর্ট কদমফুল ফোয়ারার উল্টো দিকে মানববন্ধন করবে। গণ অধিকার পরিষদ বিজয় নগর পানির ট্যাংকে এবং গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে একই সময়ে মানববন্ধন করবে। গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া ও ফারুক হাসান) পুরানা পল্টন দলীয় অফিসের সামনে মানববন্ধন করবে। লেবার পার্টি তোপখানা রোড মেহরাব প্লাজার সামনে বেলা ১২টায়, এবি পার্টি বেলা ৩টায় বিজয় চত্বর বিজয় নগর ৭১ হোটেলের সামনে মানববন্ধন করবে।
মেয়র আতিকের কর্মসূচি:
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম ৬নং ওয়ার্ডের অন্তর্গত ইস্টার্ন হাউজিং এলাকায় খেলার মাঠ, পার্ক ও কবরস্থান পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে ডিএনসিসি মেয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। বেলা পৌনে ১১টায় প্লট নং-৪৬, রোড-ই ৪, বি ব্লক পার্ক, পল্লবী ২য় পর্ব আবাসিক প্রকল্প, ইস্টার্ন হাউজিং লিমিটেডে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।