মদের টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১
শেয়ার :
মদের টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যা

মদের টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ৪২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যে ওই ব্যক্তিতে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ভারতের মহারাষ্ট্র প্রদেশের বরিভালিতে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির। 

গতকাল শনিবার দেশটির স্থানীয় পুলিশ বলেছে, মদের টাকা না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে ৪২ বছর বয়সী ব্যক্তিকে বরিভালি গভর্মেন্ট রেলওয়ে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ব্যক্তির নাম মঈনউদ্দিন নাসরুল্লাহ আনসারি এবং ভুক্তভোগী নারী হচ্ছেন পারভীন মঈনুউদ্দিন (৩৬)। 

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, আহত পারভীনকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ইতিমধ্যে মঈনউদ্দিনের নামে মামলা দায়ের করেছে।