রপ্তানি বন্ধের পর ভোমরা স্থলবন্দরে এল ২০ ট্রাক পেঁয়াজ
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুণেরও বেশি হয়েছে। এতে ব্যাপক ক্ষুব্ধ ভোক্তারা।
আজ শনিবার সাতক্ষীরা সুলতানপুর বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ১৭০ টাকা থেকে ১৮০ টাকায়। দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ২০০ টাকায়। একই বাজারে গতকাল শুক্রবার প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়। অনুরুপ দেশি পেঁয়াজ ছিল প্রতি কেজি ১০০ টাকা।
এদিকে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর ভোমরা স্থলবন্দর দিয়ে আজ শনিবার প্রায় ২০ ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। প্রতি ট্রাকে ৩০ টন করে পেঁয়াজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু বলেন, বৃহস্পতিবার যে সকল ট্রাকের কাগজপত্র ঠিক ছিল সেগুলি আজ শনিবার বাংলাদেশে প্রবেশ করেছে। কাল থেকে আর কোনো পেঁয়াজ দেশে আসবে না। তাছাড়া এই মুহূর্তে ‘বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। এক ধরনের অসাধু ব্যবসায়ীরা সুযোগ বুঝে দাম বাড়াচ্ছেন।