বিয়ের আনন্দ পরিণত হলো শোকে, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৭
শেয়ার :
বিয়ের আনন্দ পরিণত হলো শোকে, নিহত ৭

আহত হয়েছে আরও অনেকে

বিয়ের আনন্দে মেতেছিল অতিথিরা। কিন্তু বিয়েবাড়ির সেই আনন্দময় মুহূর্ত নিমিষেই শোকে পরিণত হলো। বিয়ের অনুষ্ঠান চলাকালীন দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে সাত জনের।ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এ ঘটনা। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার উত্তরপ্রদেশের মউ জেলার ঘোসি এলাকার মর্মান্তিত এ ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরও ১৬ জন। নিহতদের মধ্যে দু’জন শিশু এবং পাঁচ জন নারী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। 

দেশটির পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঘোসি এলাকায় একটি বিয়েবাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। গায়ে হলুদের আচার-অনুষ্ঠানের জন্য নারীরা বিয়েবাড়ির সামনে দিয়ে লাইন দিয়ে আসছিলেন। সঙ্গে ছিল বেশ কয়েকজন শিশু। এমন সময় রাস্তার ধারে থাকা একটি দেয়াল হঠাৎ ভেঙে যায়। এতে চাপা পড়েন অনেকেই।  

মউ জেলার জেলাশাসক অরুণ কুমার হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। 

যোগি আদিত্যনাথ এই ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। মৃতদের পরিবার প্রতি দুই লাখ রুপি আহতদের পরিবার প্রতি ৫০ হাজার রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন তিনি।