মতিঝিলে বিএনপির মশাল মিছিল, আটক ১

নিজস্ব প্রতিবেদক
০৮ ডিসেম্বর ২০২৩, ২৩:১৮
শেয়ার :
মতিঝিলে বিএনপির মশাল মিছিল, আটক ১
ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগসহ এক দফা এবং এক তরফা তফসিল বাতিলের দাবিতে রাজধানীর মতিঝিলে মশাল মিছিল করেছে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মতিঝিল শাপলা চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদারসহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

 মিছিল শেষে ফেরার পথে ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেনকে পুলিশ আটক করে বলে বিএনপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে।