বিবাহ বাড়াতে পারে রক্তচাপ, বলছে গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৩, ১৬:১১
শেয়ার :
বিবাহ বাড়াতে পারে রক্তচাপ, বলছে গবেষণা

বিবাহিতরা বেশিদিন বাঁচেন- এতদিন ধরে এমনটাই জানা গেছে। কিন্তু নতুন এক গবেষণায় চোখ কপালে উঠার মতো তথ্য সামনে এসেছে। এতে বলা হয়েছে, বিবাহিতরা উচ্চ রক্তচাপের ঝুঁকির মধ্যে পড়তে পারেন। 

‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’-এর মেডিকেল জার্নালে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, মধ্যবয়স্ক দম্পতির কোনো এক জনের যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তাহলে অন্য সঙ্গীরও রক্তচাপ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকে।

যুক্তরাষ্ট্রের তিন হাজার ৯৮৯ দম্পতি, যুক্তরাজ্যের এক হাজার ৮৬ জন, চীনের ৬ হাজার ৫১৪ এবং ভারতের ২২ হাজার ৩৮৯ জন দম্পতির ওপর এই গবেষণা চালানো হয়েছে। এসব দম্পতির স্বাস্থ্য পরীক্ষা ও প্রত্যেকের রোগের ইতিহাস সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়। 

এরপর পরীক্ষার পর দেখা যায় , উচ্চ রক্তচাপে আক্রান্ত পুরুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কয়েক বছর পরে অনেক নারীর এ সমস্যা দেখা দিয়েছে। আবার উল্টোটাও হয়েছে, এমন উদাহরণও রয়েছে। একজন সঙ্গীর থেকে অন্য সঙ্গীর মধ্যে রক্তচাপের সমস্যা ছড়িয়ে পড়ার এই বিষয়টিকে চিকিৎসার ভাষায় ‘কনকর্ডেন্ট হাইপারটেনশন’ বলে।

নিবন্ধে বলা হয়েছে, এই প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেশি ইংল্যান্ডে। দেশটিতে প্রায় ৪৭ শতাংশ দম্পতি উচ্চ রক্তচাপের শিকার। এরপরেই যুক্তরাষ্ট্রের অবস্থান। তৃতীয় স্থানে চীন, চতুর্থ ভারত। এ গবেষণার লেখক চিহুয়া লি বলেছেন, ‘বয়স্ক অনেক দম্পতিদের মধ্যে উচ্চ রক্তচাপের বিষয়টি খুঁজে পাওয়ায় আমরা অবাক হয়েছি।’

উদাহরণস্বরূপ তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ দম্পতির উচ্চ রক্তচাপ। তাদের বয়স ৫০ বছর বা এর থেকে বেশি। এমনিতে উচ্চ রক্তচাপের সমস্যা সাধারণ বিষয়। ঘরে ঘরে উচ্চ রক্তচাপের রোগী আছেন কিন্তু দম্পতিদের মধ্যে রক্তচাপের মাত্রা বৃদ্ধির এই বিষয়টি নতুন করে ভাবাচ্ছে।