আলোচনায় বসছে আর্মেনিয়া-আজারবাইজান, শান্তিচুক্তির আভাস

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪
শেয়ার :
আলোচনায় বসছে আর্মেনিয়া-আজারবাইজান, শান্তিচুক্তির আভাস

বৈরি সম্পর্ক স্বাভাবিক করার জন্য আলোচনায় বসতে যাচ্ছে আর্মেনিয়া ও আজারবাইজান। গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দুই দেশ বলেছে যে তারা ‘দীর্ঘ-প্রতীক্ষিত শান্তির ঐতিহাসিক সুযোগ’ দেখেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আলোচনায় প্রাধান্য পাবে শান্তিচুক্তি ও বন্দি বিনিময়ের ইস্যু। দুই দেশই জানিয়েছে যে তারা বছরের শেষ নাগাদ একটি শান্তি চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করছে।

আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে।  তিন দশকের বেশি সময়ের পুরোনো বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল বিরোধ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ব্যাপক লড়াই শুরু হয়। দুই দেশের পাল্টাপাল্টি হামলা যুদ্ধে রূপ নেয়। এতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে।

ভূখণ্ডটি আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিন্তু এর বিশাল এলাকা তিন দশক ধরে জাতিগত আর্মেনীয়দের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। চলতি বছর এই সংকটের আপাত সমাধান হয়েছে।

আর্মেনিয়া ও আজারবাইজান বলছে তারা একে অপরের আঞ্চলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি পূর্ণ শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য কাজ করবে। দুই দেশ তাদের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কেও আহ্বান জানিয়েছে।