সাতক্ষীরার শ্যামনগর থেকে ৬০ কেজি হরিণের মাংস জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২
শেয়ার :
সাতক্ষীরার শ্যামনগর থেকে ৬০ কেজি হরিণের মাংস জব্দ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা শ্যামনগর উপজেলার গাবুরা এলাকা থেকে ৬০ কেজি হরিণের মাংস জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা ক্লোজারের কাছ থেকে মাংসগুলো জব্দ করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা ক্লোজারের কাছে কয়েকজন চোরাশিকারি সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস বিক্রির জন্য অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা সেখানে অভিযান চালান। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা পালিয়ে যাওয়া। পরে সেখান থেকে ৪ বস্তা ভর্তি ৬০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। জব্দ করা মাংসগুলো মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় বন আইনে একটি মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।