সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে তিন সন্তানের জন্ম দিলেন রেহেনা

ফুলপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৪
শেয়ার :
সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে তিন সন্তানের জন্ম দিলেন রেহেনা

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন সন্তানের জন্ম দিয়েছেন রেহেনা নামের এক মা। প্রথমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। এর সাড়ে তিন ঘণ্টা পর দুটি মেয়ে সন্তানের জন্ম দেন ওই মা।

আজ বৃহস্পতিবার ভোর ৩টার দিকে ছেলে সন্তানের জন্ম হয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে দুই মেয়ে সন্তানের জন্ম হয়।

হাসপাতাল সূত্র জানায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের মাহফুজ রেজাউলের স্ত্রী রেহানা। রেহেনা প্রসব ব্যাথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির পর তার নরমাল ডেলিভারি করানোর কার্যক্রম শুরু হয়। পরে এই তিনটি সন্তানের নরমাল ডেলিভারি করানো সম্ভব হয়। প্রথম ছেলে সন্তানের জন্ম হয় ভোর ৩টার দিকে। পরে সকাল ৬.৩০ মিনিটে একটি মেয়ে এবং ৬.৩৫ মিনিটে আরও একটি মেয়ে সন্তান জন্ম দেন রেহেনা।

স্বজনেরা জানান, তিন নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছেন।

হাসপাতাল সূত্র আরও জানায়, এর আগে গত ২৩ জানুয়ারি ফুলপুর উপজেলার রামভদ্রপুর গ্রামের সীমা আক্তার নামের এক মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন কন্যা সন্তানের জন্ম দেন।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির বলেন, ফুলপুর হাসপাতালে প্রতি মাসে প্রায় ৩শত নরমাল ডেলিভারি হয়। রেহেনা নামের এক মায়ের নরমাল ডেলিভারিতে তিনটি সন্তান হয়েছে। বাচ্চা ও বাচ্চার মা উভয়ই সুস্থ আছেন। রেহেনা আক্তার এক ছেলে ও দুই মেয়ে সন্তান জন্ম দিয়েছেন।