হলফনামায় দেওয়া ‘অস্বাভাবিক সম্পদের’ তথ্যে এখনই পদক্ষেপ নেবে না দুদক

অনলাইন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৩, ২১:৪৩
শেয়ার :
হলফনামায় দেওয়া ‘অস্বাভাবিক সম্পদের’ তথ্যে এখনই পদক্ষেপ নেবে না দুদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থীদের হলফনামায় অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির তথ্য পাওয়া গেছে, তাদের বিষয়ে এখনই কোনো পদক্ষেপ নেবে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া প্রার্থীদের হলফনামা ধরে দুদক কাজ করবে কি না- জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘নির্বাচন আলাদা বিষয়। ভোট নির্বাচন কমিশন করে থাকে। কমিশন (দুদক) তার আইন অনুযায়ী তার ওপরে যে ম্যান্ডেট দেওয়া থাকে সেই আলোকে কাজ করে। নির্বাচনকে উদ্দেশ করে স্পেসিফিক কিছু করার সুযোগ নাই।’

দুদক সচিব বলেন, ‘ইসি যদি কোনো কিছু জানতে চান, কোনো কিছু বলেন সেই ক্ষেত্রে কমিশনের (দুদক) আইন মোতাবেক যা করার দরকার তা করবে। কমিশন (দুদক) ওই... এই... মানে এ জাতীয় কোনো কার্যক্রমের পরিকল্পনা এখানে নেই।’

এর আগে হলফনামা ধরে কমিশন কাজ করেছে, এবার ইসির কাছে দুদক কোনো তথ্য চাইবে কি না বা হলফনানামা ধরে দুদক কাজ করবে কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে একটা মতামত আমরা দিতে পারি। এ বিষয়ে কোনো গাইড লাইন বা নির্দেশনা থাকলে তা সেটি ইসির তরফ থেকে আসতে হবে। হলফনামা যেটি দাখিল করা হয়েছে, গণমাধ্যমের মাধ্যমে সবাই জেনেছে— তার মানে এখনই যে সেটিকে ধরব বা তার পেছনে দৌড়াব, বিষয়টা এমন না। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দুদক আইন মোতাবেক অনুসন্ধানের ক্ষেত্রে এই তথ্যগুলো অবশ্যই কাজে আসবে। প্রয়োজনে তখন বিবেচনায় নেওয়া হবে।’

দুদক সচিব বলেন, ‘আইনে বলে দেওয়া আছে কী করণীয়, কী বর্জনীয়। হলফনামা নিয়ে সঙ্গে সঙ্গে কাজ করব, বিষয়টি এমন না।’

সংবাদ সম্মেলনে আগামী শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদকের কর্মপরিকল্পনার বিষয়ে অবহিত করেন সচিব মাহবুব হোসেন। তিনি জানান, দিনটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সভায় সশরীরে থাকার বিষয়ে নিশ্চিত করেছেন। এ ছাড়া দুদকের জেলা কার্যালয়গুলোতেও দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে।