ভাইকিংসের নতুন গান ‘জিঘাংসা’

বিনোদন প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৫
শেয়ার :
ভাইকিংসের নতুন গান ‘জিঘাংসা’

দেশের সংগীতে জনপ্রিয় ব্যান্ডদল ভাইকিংস। ২০২২ সালে ব্যান্ডটি তাদের পথচলার ২৫ বছর পূর্ণ করে। এ উপলক্ষে তারা প্রকাশ করেছিল ‘হয়তো’ নামের একটি গান। তারপর প্রায় বছরখানেক কেটে গেছে। এবার বিরতি দিয়ে ব্যান্ডটি প্রকাশ করছে তাদের নতুন গান ‘জিঘাংসা’। লিখেছেন অন্তরা গোমেজ।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ভিডিও আকারে প্রকাশ হচ্ছে গানটি। আর এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তির। অ্যাকশন গেমসের মতো করে নির্মিত এই গানচিত্রে অংশ নিয়েছেন ব্যান্ডের সদস্যরাই, তবে চরিত্রগুলো রাঙানো হয়েছে অ্যানিমেশন রূপে।


‘জিঘাংসা’ গানটি প্রসঙ্গে ব্যান্ডের ভোকালিস্ট‌ তন্ময় তানসেন বলেন, ‘জিঘাংসা অর্থ হচ্ছে- হনন করিবার ইচ্ছা। গানটার মধ্যেও এক ধরনের প্রচণ্ড ক্ষোভ বা ঘৃণা থেকে প্রতিশোধ পরায়ণতা তৈরি হওয়ার ব্যাপারটা রয়েছে। হয়তো ঘটনাগুলো কেউ ঘটায় না, তবে বিভিন্ন কারণেই কিন্তু মানুষের মনে এ ধরনের বোধ বা ভাবনা তৈরি হয়। সেই বিষয়গুলোই উঠে এসেছে এই গানে।’

তিনি আরও বলেন, ‘গানটি আরও ছয়মাস আগে প্রকাশ পাওয়ার কথা ছিল। কিন্তু নানা ব্যস্ততায় তা পিছিয়ে যায়। এবার রেকর্ডিং, মিক্স-মাস্টারিং শেষে এটি মুক্তি পাচ্ছে।’

উল্লেখ্য, ভাইকিংস ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন- তন্ময় তানসেন (ভোকাল), শুভ (গিটার), আজমাইন আদিল (গিটার), জিয়াউদ্দিন সোপান (বেজ গিটারিস্ট), মাহবুব চৌধুরী (কি-বোর্ড) ও সুশী (ড্রামস)।