অবরোধ সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল
সরকারের পদত্যাগসহ একদফা এবং এক তরফা তফসিল বাতিলের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে অবরোধের সমর্থনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠন। আজ বৃহস্পতিবার বিএনপিসহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা দশম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে এই মিছিল করে।
সকালে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে মিছিল হয়েছে।
অবরোধ সমর্থনে রাজধানীর মতিঝিল থেকে আরামবাগ সড়কে মিছিল করেছে যুবদল। এতে অংশ নেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সদস্য হাবিবুর রহমান হাবিব, সদস্য মোর্শেদ আলম, যুবদল নেতা সাইদুর রহমান রয়েল, ওমর ফারুক,মহানগর দক্ষিণ যুবদল নেতা হামিদুর রহমান মামুন, তোফাজ্জল হোসেন কাজল রানা, ফারুক পাটোয়ারী, মনোয়ার হোসেন মানিক, টিপু সুলতান প্রমুখ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
অবরোধের সমর্থনে রাজধানীর শাহবাগ মোড় থেকে রূপসী বাংলা হোটেলের সামনের থেকে পরিবাগ সড়কে মিছিল করেছে ছাত্রদল। এতে নেতৃত্ব দেন ছাত্রলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। এতে আরও অংশ নেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন খান সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মাস্টার’দা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, সহ-সভাপতি পিয়াল হাসান, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন টুটন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাবেক ছাত্র মিলনায়তন বিষয়ক সম্পাদক তৌকির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা খোকা আহমেদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, আবু সুফিয়ান, মোল্লা রাসেল, মাহমুদ বিন কবির, রাসেল হোসেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবহান শাহ শাকিল প্রমুখ।
রাজধানী ঢাকার বাইরেও অবরোধ সমর্থনে মিছিল হয়েছে। বিএনপির উদ্যোগে বড় দুটি মিছিল হয়েছে বগুড়া ও জামালপুরে। জামালপুরের মিছিলে নারী ও পুরুষ নেতাকর্মীরাও অংশ নেন। এ ছাড়া সকালে মাদারীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে মিছিল হয়েছে বলে কেনবলে কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?