‘প্রতি মাসের পাঁচ তারিখের ভোরটা আমার জন্য ভয়ংকর’
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। অভিনয় আর ব্যক্তিজীবন নিয়ে বেশ ভালোই ছিল। কিন্তু চলতি বছর ২৩ মে কঠিন সময়ের মুখোমুখি হন এই অভিনেতা। এদিন ফেসবুকে শুভাকাঙ্ক্ষীদের এক দুঃসংবাদ দেন তিনি। জানান- তাদের ছয় মাসের অনাগত যমজ সন্তান পৃথিবীর আলো দেখতে পায়নি।
অনাগত সন্তান পৃথিবীর আলো দেখতে না পাওয়ার, ভীষণ আঘাত পেয়েছিলেন
ইরফান সাজ্জাদ ও তার স্ত্রী সংবাদ পাঠিকা শারমিন সাজ্জাদ। ভেঙে পড়েছিল পুরো পরিবার। যা বিভিন্ন সময় এই অভিনেতার কথায় উঠে আসে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অনাগত যমজ সন্তান হারানো প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘প্রতি মাসের পাঁচ তারিখের ভোরটা খুব ভয়ংকর হয় আমার জন্য। আমাকে ঠিক থাকতে দেয় না দিনটা। ভয়ংকর দিনটি না এলে অন্যরকম হতে পারতো জীবন। ৫ মে ২০২৩ দিনটা যদি না আসতো!’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
ইরফান জানান, তার স্ত্রী শারমিন জটিল রোগে আক্রান্ত ছিলেন। এজন্য তার চিকিৎসা করাতে চেন্নাইয়ে গিয়েছিলেন তিনি। চিকিৎসক বলেছিলেন, তার স্ত্রীর সন্তান জন্মের পর অস্ত্রোপচার করতে পারবেন। এর আগে অস্ত্রোপচার করালে তিনি আর মা হতে পারবেন না। কিন্তু ৫ মে হঠাৎ ভোরে সব এলোমেলো হয়। স্ত্রীর অস্ত্রোপচার করাতে হয়।
সন্তান হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ইরফান সাজ্জাদ। তার কথায়, ‘এই হারোনো ব্যথা কখনো ভুলে থাকার না। জীবন চলতে গেলে, অনেক কিছুই আড়াল করে এগিয়ে যেতে হয়। আমি ও আমার স্ত্রী তাই করছি। এখন যে ইরফান সাজ্জাদ কাজ করছে, সেটা হচ্ছে আমার সেকেন্ড ইনিংস।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’