লালবাগে পাঁচতলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১
শেয়ার :
লালবাগে পাঁচতলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানী লালবাগে পাঁচতলার ছাদ থেকে ছাদ থেকে পড়ে তানভীর হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় ফ্লাক্সিলোড ব্যবসায়ী ছিলেন।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

তানভীর লালবাগ বড় ভাট মসজিদ রোডের স্থায়ী বাসিন্দা আবুল হোসেনের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। 

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের বড় ভাই তমাল হোসেন বলেন, তানভীর কবুতর পালত। কবুতরের খোঁজে সে পাশের বাসার ছাদে যায়। লালবাগ বড় ভাট মসজিদ রোডে নিজ বাড়ির পাশের ওই ভবনের পাঁচতলার ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।