মহাখালীতে ফিলিং স্টেশনে লাগা আগুনে দগ্ধ ৮

নিজস্ব ও ঢামেক প্রতিবেদক
০৬ ডিসেম্বর ২০২৩, ২১:৫৭
শেয়ার :
মহাখালীতে ফিলিং স্টেশনে লাগা আগুনে দগ্ধ ৮

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুন লাগা ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৭টা ৪৮ মিনিটে লাগা এ আগুনে আটজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন সালাউদ্দিন (৩৮), মোহাম্মদ মামুন (৩০), মাসুম (২৫), আমির হোসেন (৩২), রানা (৩০), কামাল হোসেন (৫০), জীবন (২১) ও খায়ের গাজী (৪৪)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রয়েল পেট্রোল পাম্পের একটি জায়গায় নির্মাণকাজ চলছিল। সেখানে গত দুইদিন ধরে কাজ বন্ধ ছিল। বুধবার রাতে সেই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও কারণ জানা যাবে।

দগ্ধরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।