পুরস্কারের টাকা সহশিল্পীর চিকিৎসায় দিলেন রওনক

বিনোদন প্রতিবেদক
০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৫০
শেয়ার :
পুরস্কারের টাকা সহশিল্পীর চিকিৎসায় দিলেন রওনক

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের কুইজ অনুষ্ঠানে অংশ নিয়ে নগদ ১ লাখ টাকা জিতেছেন জনপ্রিয় অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। তবে সেই টাকা নিজ ঘরে না নিয়ে, সহশিল্পীর চিকিৎসায় দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রওনক নিজেই।

এই অভিনেতার কথায়, ‘গ্রীন টিভি’র “১১ নাম্বার গাড়ি” অনুষ্ঠানের কুইজে জিতে এই টাকা আমাদের প্রিয় সহশিল্পী ক্যান্সারে আক্রান্ত আফরোজা আপার হাতে তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগছে! আফরোজা আপা এখন ভারতে চিকিৎসা নিচ্ছেন। সবাই প্রার্থনা করবেন আপার জন্য। আমরা সবাই এক পরিবার।’


এদিকে, ক্যানসারে আক্রান্ত গুণী অভিনেত্রী আফরোজা হোসেন। গেল বছর তার জরায়ুমুখ ক্যানসার ধরা পড়ে। ধীরে ধীরে তা মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে। শুরু থেকে দেশে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেত্রী। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গেল ৩ ডিসেম্বর মুম্বাই নেওয়া হয়েছে তাকে।

অন্যদিকে, ক্যানসারের ব্যয়বহুল চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাচ্ছিল আফরোজা হোসেন। দুই ছেলে ও নিজের আয় দিয়ে কোনমতো চলছি তার চিকিৎসা। এমন বিপদের দিনে তার পাশে দাঁড়ায় অভিনয়শিল্পী সংঘ। সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম এবং আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর অভিনয়শিল্পী সংঘের মাধ্যমে আফরোজাকে সহযোগিতা করেন।