‘ইন্ডিয়া’ জোটে প্রবল চাপের মুখে কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৪
শেয়ার :
‘ইন্ডিয়া’ জোটে প্রবল চাপের মুখে কংগ্রেস

হিন্দি বলয়ের তিন রাজ্যে বিজেপির জয়ের পর চাপে পড়েছে ‘ইন্ডিয়া’ জোটের প্রধান দল কংগ্রেস। এতে প্রশ্নের মুখে পড়েছে জোটের ভবিষ্যতে। কংগ্রেসের দিকে আঙুল তুলছে জোটের শরিকরা।

মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে কংগ্রেসের হারের পর বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিভিন্ন শরিক দলের সুর পাল্টে গেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভারতের সংসদে তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেসের। দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এটা মানুষের হার নয়, কংগ্রেসের হার। মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিতে চেয়েছে।’ কংগ্রেসকে উদ্দেশ্য করে তিনি বলেন,‘শুধু প্রচার করলে হবে না, আদর্শের সঙ্গে কৌশল যোগ করতে হবে।’

কৌশল প্রসঙ্গে মমতা বলেন, ‘আমরা বারবার বলেছি আসন ভাগাভাগি করতে হবে। সেটা করলে এই হার হতো না। শরিকরাই ১২ শতাংশ ভোট কেটেছে। একটা দল ছয়টি আসন চেয়েছিল। তাদের তিনটি আসন দিতে পারত। কিন্তু কংগ্রেস দেয়নি।’

মধ্যপ্রদেশে 'ইন্ডিয়া' জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টি কংগ্রেসের কাছ থেকে আসন চেয়েছিল। কিন্তু ওই রাজ্যের শীর্ষ কংগ্রেস নেতা কমলনাথ সেই প্রস্তাবে রাজি হননি। মমতা বলেন, বিধানসভা নির্বাচনে রাজ্যে যদি এই পরিস্থিতি হয়, তা হলে জাতীয় স্তরের লোকসভা নির্বাচনে কীভাবে আসন সমঝোতা করবে বিরোধী জোট?

শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, জোটের অন্যান্য শরিকরাও কংগ্রেসের সম্পর্কে উষ্মা প্রকাশ করছে। বুধবার ৬ ডিসেম্বর দিল্লিতে জোটের বৈঠক ডেকেছিল কংগ্রেস। কিন্তু তা স্থগিত রাখা হয়েছে। তৃণমূল নেত্রী শুধু নন, এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতীশ কুমার ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবেরও।