আশুলিয়ায় যাত্রীবেশে উঠে চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, সাভার
০৬ ডিসেম্বর ২০২৩, ১৪:০৫
শেয়ার :
আশুলিয়ায় যাত্রীবেশে উঠে চলন্ত বাসে আগুন

বিএনপির ডাকা দশম দফা অবরোধের প্রথমদিনে সাভারের আশুলিয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার সকালে আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা বাসের আগুন নেভানোর চেষ্টা করেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই সাদরুজ জামান বলেন, ‘বাসটি বাড়ইপাড়ায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। বাসে কেউ যাত্রীবেশে আগুন লাগিয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’