তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে তাণ্ডব, দুর্বল হতে শুরু করেছে মিগজাউম

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫০
শেয়ার :
তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে তাণ্ডব, দুর্বল হতে শুরু করেছে মিগজাউম

ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে ডুবে গেছে চেন্নাইয়ের অনেক এলাকা

ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। বঙ্গোপসাগরে উৎপন্ন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। দেশটির আবহাওয়া দপ্তর জানায়, মঙ্গলবার স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি কমেছে ঘূর্ণিঝড়টির। আপাতত এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে মধ্য উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে।

মঙ্গলবার দুপুরে অন্ধ্রপ্রদেশ উপকূলের বাপাতলার কাছে স্থলভাগে আছড়ে পড়ে মিগজাউম। শেষ ৬ ঘণ্টায় সমুদ্রের ওপর এর গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার। তবে আছড়ে পড়ার সময় মিগজাউমের গতি ছিল ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার।

আঘাত আনার আগে থেকে চেন্নাইয়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিপাত দেখা যায়। ঘূর্ণিঝড় হিসাবে দক্ষিণ ভারতের একটি বড় অংশকে ভাসিয়েছে মিগজাউম। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি উত্তরের দিকে এগোতে থাকবে বলে মনে করা হচ্ছে।

নিম্নচাপের জেরে উত্তর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে বুধবারও ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এ ছাড়া ভারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ছত্তীশগড়, মহারাষ্ট্রের বিদর্ভ এলাকা, দক্ষিণ উপকূলবর্তী ও দক্ষিণ ঊড়িষ্যাতেও। আবহাওয়াবিদরা বলছেন, আগামী ৬ ঘণ্টায় আরও শক্তি কমে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া এর পরবর্তী ৬ ঘণ্টায় শুধু সুস্পষ্ট নিম্নচাপ হিসেবেই অবস্থান করবে মিগজাউম।