এবার লাটভিয়াকে হুমকি দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩, ২০:১৯
শেয়ার :
এবার লাটভিয়াকে হুমকি দিলেন পুতিন

লাটভিয়ায় রুশ সংখ্যালঘুদের প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে জানিয়েছে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার মস্কোয় তিনি বলেন, যারা জনসংখ্যার একাংশের প্রতি ‘শুকরের মতো আচরণ' করে, সেই নীতি তাদের বিরুদ্ধে গেলে বিস্ময়ের কারণ থাকা উচিত নয়।

সাবেক সোভিয়েত ইউনিয়নের অনেক প্রজাতন্ত্রেই রুশ জনগোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে সেই রুশ জনগোষ্ঠীর প্রতি অবিচারের অভিযোগ তুলে রাশিয়া গত দশক থেকে ইউক্রেনের ওপর চড়াও হয়েছে। ২০১৪ সালে দখল করেছে ক্রাইমিয়া। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর প্রায় দুই বছর ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য সেই দেশে রুশ সংখ্যালঘু মানুষের সংখ্যা প্রায় ১৮ লাখ। অর্থাৎ প্রতি চার জনের মধ্যে একজনেরই রাশিয়ায় শিকড় রয়েছে। তবে অনেকেরই লাটভিয়ার নাগরিকত্ব নেই। 

পুতিন বলেন, ‘তারা ঐতিহাসিক বাসভূমিতে ফিরতে চাইলে রাশিয়া প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করবে।’