বিদেশি পর্যটকদের জন্য নতুন নিয়ম জারি করল মালয়েশিয়া
বিদেশি পর্যটকদের মালয়েশিয়ায় প্রবেশে নতুন নিয়ম জারি করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তারা জানিয়েছে, মালয়েশিয়ায় প্রবেশে সব বিদেশি পর্যটকদের ডিজিটাল এরাইভাল কার্ড (এমডিএসি) পূরণ করতে হবে। চলতি মাস থেকে দেশটিতে প্রবেশে নতুন নিয়ম জারি করা হয়েছে। মালয়েশিয়ায় পৌঁছানোর তিন দিন আগে ভ্রমণকারীদের অনলাইনে এরাইভাল কার্ড পূরণ করে জমা দিতে হবে। তিনটি বিভাগ ছাড়া সকল ভ্রমণকারীদের জন্য এ কার্ড প্রযোজ্য।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে গত রবিবার নতুন নিয়ম জারির বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
দেশটির স্থানীয় অনলাইন দা স্টার ও মালয় মেইল তাদের প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে প্রবেশে ভ্রমণকারীদের অবশ্যই ডিজিটাল এরাইভাল কার্ড পূরণ করতে হবে। তবে যারা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স না নিয়ে সিঙ্গাপুরের মধ্য দিয়ে ট্রানজিটে ভ্রমণ করছে, দেশটির স্থায়ী বাসিন্দা ও মালয়েশিয়ান অটোমেটেড ক্লিয়ারেন্স সিস্টেম আসা বিদেশি নাগরিকদের জন্য এই কার্ড পূরণ করতে হবে না। এরাইভাল কার্ডে ভ্রমণকারীদের আসা-যাওয়ার তারিখ, পরিবহনের পদ্ধতি যেমন, এয়ার, ল্যান্ড বা সী এবং ভ্রমণের শেষ বন্দরের নাম উল্লেখ করতে হবে। প্রবেশের প্রয়োজনীয়তা অনুসারে আসার সময় কর্তব্যরত ইমিগ্রেশন অফিসারকে ভ্রমণকারীদের অবশ্যই তাদের পাসপোর্ট এবং পূরণ করা এরাইভাল কার্ড দেখাতে হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইমিগ্রেশন বিভাগের ইনফোগ্রাফিকের ভিত্তিতে, ১০টি দেশের (অস্ট্রেলিয়া, ব্রুনাই, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য) ভ্রমণকারী আগমন এবং প্রস্থানের সময় অটোগেট ব্যবহার করতে পারবেন। তবে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-১ এবং কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-২ এ অটোগেট ব্যবহার করতে পারবে। ভ্রমণকারীদের অবশ্যই ছয় মাস বা তার বেশি মেয়াদের পাসপোর্ট থাকতে হবে। তবে দর্শনার্থীরা যদি প্রথমবারের মতো মালয়েশিয়া সফরে যান তবে তারা অটোগেটটি ব্যবহার করতে পারবেন না। কারণ তাদের প্রথম ভ্রমণের জন্য তাদের আগমনের তিনদিন আগে এমডিএসি জমা দিতে হবে এবং তারপরে ইমিগ্রেশন কর্মীদের পরিচালিত ম্যানুয়াল কাউন্টারে তাদের পাসপোর্ট নিবন্ধন এবং যাচাই করতে হবে।
ডিজিটাল এরাইভাল কার্ড নিবন্ধন এবং জমা দেওয়া যাবে দেশটির ইমিগ্রেশন বিভাগের এই ওয়েবসাইটে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস