‘স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি’
চিত্রনায়িকা পরীমণির নানা শামসুল হক গাজী গেল ২৩ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নানাকে হারিয়ে অনেকটাই একা হয়ে পড়েছেন এই অভিনেত্রী। যা স্পষ্ট তার একাধিক ফেসবুক স্ট্যাটসে। এর মধ্যে গেল রবিবার পরী তার ফেসবুকে লিখেছেন, 'আগামীকাল দারুণ কিছু হবে, ইনশাআল্লাহ। দোয়া করবেন।’
দারুণ কিছু বলতে কী হতে যাচ্ছে, জানতে যোগাযোগ করা হয় পরীর সঙ্গে। নায়িকার কথায়, ‘নতুন কোনো সিনেমা কিংবা ওয়েব ফিল্ম নয়, নতুন একটি বিজ্ঞাপন করতে যাচ্ছি। তাও আবার তিন বছর পর। মডেলিং দিয়ে খুব দ্রুত দর্শকদের কাছাকাছি যাওয়া যায়। মানুষের কাছ থেকে দ্রুত রেসপন্সও পাওয়া যায়। এজন্য অনেক বেশি উচ্ছ্বসিত। অনেক বেশি ভালো লাগা কাজ করছে।’
তিনি জানান, গতকাল সোমবার নতুন একটি বিজ্ঞাপনের কাজে চুক্তিবদ্ধ হয়েছেন পরী। যার শুটিং শুরু হবে খুব শিগগিরই।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে, পরী অভিনীত নতুন সিনেমা ‘ডোডোর গল্প’ ও একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা সময় লাগছে। কেননা সম্প্রতি পরীমনি তার নানাকে হারিয়েছেন। কাছের মানুষকে হারিয়ে এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
পরী বলেন, ‘যার যায়, সেই বোঝে কেমন লাগে। আমার সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের মানুষটি আর থাকল না। নানা ছিলেন আমার জীবনে বাতিঘরের মতো। শিক্ষক মানুষ ছিলেন। সারাজীবন আলো ছড়িয়েছেন। আলোকিত করেছেন সমাজ। আমার সবচেয়ে বড় ও একমাত্র অভিভাবক ছিলেন নানা। তাকে হারিয়ে অনেক বড় কিছু হারালাম আমি। নানাকে হারিয়ে ঘরটা শূন্য শূন্য লাগে। নানা নেই- এটা ভাবতে কেমন যেন লাগে।’
সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘ক্যামেরার সামনে দাঁড়াতে ভীতি কাজ করছে। পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। নানা ছিলেন আমার অনুপ্রেরণা ও বিশ্বাসের বড় জায়গা। স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। একটু স্বাভাবিক হলে পুনরায় কাজে ফিরব।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’