‘মধুচন্দ্রিমা’য় কোথায় গেলেন পরম-পিয়া
কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন গত সোমবার। বিগত এক সপ্তাহে তাদের বিয়ে ঘিরে জল অনেক দূর গড়িয়েছে। বিয়ের পরদিনই পিয়া চক্রবর্তীর অস্ত্রোপচার করা হয়।
শুভকামনার পাশাপাশি একের পর এক কটাক্ষের শিকার হয়েছেন এ নব দম্পতি। কারণ, পিয়া জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি পরমব্রত বা পিয়া কেউই। তবে তাদের সহকর্মীরাই বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না।
নতুন খবর হলো, পরমব্রত-পিয়ার হানিমুন। বিয়ের পর থেকেই নবদম্পতি হানিমুনে কোথায় গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল। যদিও বিয়ের রাত না পেরোতেই হাসপাতালে ভর্তি হতে হয় পিয়াকে। কিডনিতে পাথরের জন্য বেশ কয়েকদিন ধরে কষ্ট পাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয় পিয়াকে। গুঞ্জন ছিল, তাই আগামী কয়েকদিন স্ত্রীর যত্নে মনোনিবেশ করবেন পরমব্রত।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কিন্তু গতকাল সন্ধ্যায় অন্য ইঙ্গিত পাওয়া গেল। নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন পিয়া। সেই ছবি দেখার পর অনেকেরই ধারণা, পরমব্রত আর পিয়া ‘মধুচন্দ্রিমা’য় ইউরোপে গিয়েছেন। কারণ, ছবির ক্যাপশনে পিয়া লিখেছেন, ‘ডাবলিনে এখন বড়দিনের মৌসুম। ’ ওই ছবিতে একটি ক্রিসমাস ট্রিও দেখা যাচ্ছে। যদিও এই দম্পতি ‘মধুচন্দ্রিমা’য় গিয়েছেন কি না, তা নিয়ে এখনো মুখ খোলেননি।
সূত্র বলছে, খুব তাড়াতাড়ি পিয়াকে নিয়ে কলকাতায় ফিরবেন পরমব্রত। কারণ ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ইন্ডাস্ট্রির সতীর্থ এবং বন্ধুদের নিয়ে রিসেপশনের আয়োজনও করেছেন পরমব্রত।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট