লক্ষ্মীপুরেও বিকল্পধারার মান্নানের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৫
শেয়ার :
লক্ষ্মীপুরেও বিকল্পধারার মান্নানের মনোনয়ন বাতিল

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসন থেকেও ঋণখেলাপির অভিযোগে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল রবিবার নোয়াখালী-৪ আসন থেকে তার মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

জানা গেছে, আবদুল মান্নান ৩ কোটি ২৯ লাখ টাকা ট্যাক্স পরিশোধ করেননি। এছাড়া বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপি রয়েছে তার। 

তিনি লক্ষ্মীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীকে। 

এদিকে, গতকাল রবিবার নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনেও ঋণখেলাপির দায়ে আবদুল মান্নানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

বিষয়টি নিয়ে জানতে আজ সোমবার দুপুরে আবদুল মান্নানের মোবাইলে ফোন করা হলে তিনি ধরেননি।