পল্টনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর পল্টনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পল্টনের মোড়ে সন্ধ্যার দিকে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। জড়িতদের ধরতে কাজ করছি আমরা।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিএনপির ডাকা নবম দফায় অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর পল্টন এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে দুপুর ২টা ২৩ মিনিটে গুলিস্তানের জিরো পয়েন্টে জ্যামে আটকে পড়া তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?