রাজবাড়ীর দুটি আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রাজবাড়ীর দুটি আসনে সাত প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
আবু কায়সার বলেন, রাজবাড়ী-১ স্বতন্ত্র প্রার্থী সদ্য উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকারী অ্যাডভোকেট মো. ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জির ছেলে স্বতন্ত্র প্রার্থী আশিশ আকবর সুবীর, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মান্নান মুসল্লী ও স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার সরকারের এক শতাংশ ভোটারের তথ্য গরমিল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, জাকের পার্টি মনোনীত প্রার্থী মো. আবু বকর সিদ্দিক, তৃণমূল বিএনপির সুলতান ও ডিএম মজিবর রহমান।
এদিকে রাজবাড়ী-২ আসনে মুক্তিজোট প্রার্থী আব্দুল মালেক মন্ডল ঋণখেলাপি, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক এক শতাংশ ভোটারের তথ্য গরমিল থাকায়, তৃণমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিউল আজম খান, জাকের পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস, জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী মো. অব্দুল মতিন মিয়া।