ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান, নিহত দুই পাইলট

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৭
শেয়ার :
ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান, নিহত দুই পাইলট

ভারতে ফের ভেঙে পড়েছে দেশটির বিমান বাহিনীর এক বিমান। এতে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) দুইজন পাইলট নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। 

আইএএফের একজন কর্মকর্তা বলেছেন, আজ সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ তেলঙ্গানার দিন্দিগালে এয়ারফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন একটি বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পিলাটাস ট্রেনার বিমানটিতে একজন প্রশিক্ষক ও ক্যাডেট ছিলেন। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে- তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু বলা হয়নি। বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির বিমান বাহিনীর কর্মকর্তারা।