আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি:
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে সকাল ১০টায় ঢাকার চারপাশের নদীসমূহের দূষণরোধ ও নাব্যতা রক্ষার লক্ষ্যে প্রণীত মাস্টার প্ল্যানের আলোকে সম্পাদিত সমীক্ষা প্রতিবেদন উপস্থাপনা অবলোকন এবং তদসংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্তবিষয়ক সভায় অংশগ্রহণ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কর্মসূচি:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সচিবালয়ে নিজ কার্যালয়ে প্যালেস্টাইনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুর ১২টায় সাংবাদিকদের ব্রিফ করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
কৃষিমন্ত্রীর কর্মসূচি:
শিশু একাডেমি মিলনায়তনে এটিএন নিউজ আয়োজিত ‘অ্যাগ্রি অ্যান্ড ফার্মিং অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠানে সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
তৃণমূল বিএনপির কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিকেল ৪টায় তোপখানা রোডে তৃণমূল বিএনপি কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তৃণমূল বিএনপির সার্বিক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের ব্রিফি করবেন দলটির মহাসচিব অ্যাডভোকেট ড. তৈমূর আলম খন্দকার।
ডিএমপির সংবাদ সম্মেলন:
দুপুর ১২টায় ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করবেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার)।
ছাত্রলীগের কর্মসূচি:
বিএনপির অগ্নিসন্ত্রাসে নিহত ট্রাকশ্রমিক বেলাল হোসেনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রলীগের উদ্যোগে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রসমাজের প্রতিবাদী মানববন্ধন।
যুবলীগের কর্মসূচি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ‘তারণ্যের জয়যাত্রা’ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস ফরশ, প্রধান অতিথি ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সম্মানিত অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত থাকবেন।