মোদির আকাশে জয়ের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
মোদির আকাশে জয়ের বার্তা

ভারতের চার রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটের ফল গতকাল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, তিনটি রাজ্যেই বিজেপির বিধায়করা জয় ছিনিয়ে নিয়েছেন। অন্যদিকে শুধু এক রাজ্যে কংগ্রেস জয় পেয়েছে। এই বিধানসভা নির্বাচনকে দেখা হচ্ছিল আগামী বছর লোকসভা নির্বাচনের সেমিফাইনাল হিসেবে। সেই সেমিফাইনালে বিজেপি বড় ব্যবধানে জয় পেল। পর্যবেক্ষক মহল বলছে, এই জয়ের মধ্য দিয়ে আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির জয়ের বার্তাই দিচ্ছে।

মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানাÑ এ চারটি রাজ্যে নির্বাচন হয়েছিল আগেই। গতকাল শুধু ফল প্রকাশপর্ব সম্পন্ন হয়েছে। ভোট গণনায় সময় দিনের শুরুর ভাগে দেখা যাচ্ছিল, দুই রাজ্যে বিজেপি, দুই রাজ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে। ভারতের সংবাদমাধ্যমগুলোও এই তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে। কিন্তু বেলা যত বাড়তে থাকে বিজেপির পাল্লা ততই ভারী হতে থাকে। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপি জয় পেয়েছে। আর তেলেঙ্গানায় জয় পেয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশে ২৩০ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৬৩ আসন আর কংগ্রেস পেয়েছে ৬৬ আসন। রাজস্থানে ১৯৯ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১১৫ আসন আর কংগ্রেস জয় পেয়েছে ৭০ আসনে। ছত্তিশগড়ে ৯০ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৫৪ আসনে জয় আর কংগ্রেস পেয়েছে ৩৬ আসনে জয়। তেলেঙ্গানায় ১১৯ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৬৫ আসন আর বিজেপি পেয়েছে ৭ আসনে জয়। এ ছাড়া রাজ্যে স্থানীয় দল বিআরএস পেয়েছে ৩৯ আসন।

বিজেপির সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা সংবাদমাধ্যম বলেছেন, আমরা সবসময় বলেছি, আমরা হার্টল্যান্ড স্টেটগুলোতে (রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়) জিতব। সেরা রাজনৈতিক কৌশল নিয়ে কাজ করাই এই ফলাফল পেয়েছি আমরা।

নির্বাচনের ফলাফল বলছে, এক দশক ধরে ক্ষমতায় থাকার পরও ভারতে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা অটুট রয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী বছর লোকসভা নির্বাচনেও তিনিই জয়ী হবেন। যদিও কংগ্রেসের নেতৃত্ব ২৮ দলীয় বিরোধী জোট (ইন্ডিয়া জোট) গঠন করা হয়েছে। কিন্তু সেটির বড় প্রভাব এখনো দেখা যাচ্ছে না। যদিও বিরোধী জোটের কারণে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে বিজেপি ধরাশায়ী হয়েছিল। কিন্তু সেই সময় এই বিরোধী জোট সক্রিয়া ছিল না। এদিকে এই চার রাজ্যে ১৬ কোটিরও বেশি ভোটার রয়েছে এবং লোকসভার ৫৪৩ আসনের মধ্যে এই চার রাজ্যের ৮২টি আসন রয়েছে। এমন প্রেক্ষাপটে এই জয় আগামীতেও জয়ের বার্তাই দিচ্ছে।