মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ২১:১৯
শেয়ার :
মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে ভারত

অবশেষে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে ভারত। আজ রবিবার এক ঘোষণায় এমনটা দাবি করেছেন মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু।

নির্বাচিত হওয়ার পর থেকে ভারতীয় সেনাদের বিতাড়িত করার কথা বলে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। নির্বাচিত হয়ে তিনি ঘোষণা দেন, ‘কোনো বিদেশি সেনা মালদ্বীপের ভূখণ্ডে থাকতে পারবে না।’ এরপর ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিউয়ের সঙ্গে এক বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেন, যেন নিজেদের সেনা প্রত্যাহার করে দেয় ভারত।

সংযুক্ত আরব আমিরাতে চলমান বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৮ এর ফাঁকে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুইজ্জো। এরপর রবিবার সাংবাদিকদের মুইজ্জু বলেছেন, ‘যে আলোচনা আমাদের হয়েছে, ভারত সরকার সেখানে তাদের সেনাদের সরিয়ে নিতে সম্মত হয়েছে। উন্নয়নমূলক প্রজেক্ট সম্পর্কিত যেসব ইস্যু রয়েছে সেগুলো সমাধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনে রাজি হয়েছি আমরা।’

মালদ্বীপে মাত্র ৭০ জন ভারতীয় সেনা রয়েছে। তারা ভারত নিয়ন্ত্রিত রাডার ও নজরদারি বিমানে কাজ করেছেন। এই অঞ্চলে কার্যক্রম পরিচালনা করা ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গেও যোগাযোগ করেন তারা।