তিন রাজ্যে বিজেপির জয়, একটিতে কংগ্রেসের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৭
শেয়ার :
তিন রাজ্যে বিজেপির জয়, একটিতে কংগ্রেসের

ভারতের বিধানসভা নির্বাচনে তিনটি রাজ্যে জয় পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। আর একটিতে পেয়েছে কংগ্রেস। বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যের ভোট গ্রহণ গত মাসে হলেও আজ রবিবার চার রাজ্যের ভোট গণনা হয়। ভোটের ফলে দেখা যায়, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগড়ে জয় পেয়েছে বিজেপি। আর তেলেঙ্গানায় জয় নিশ্চিত করতে সক্ষম হয়েছে কংগ্রেস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আগামী বছরের মে মাসে ভারতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হতে চাইছেন। এর আগে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ের পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় গত মাসে রাজ্যস্তরের নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এনডিটিভির লাইভ প্রতিবেদনে দেখা যায়, মধ্যপ্রদেশ রাজ্যে বিধানসভা নির্বাচনে মোট আসন ২৩০টি। সেখানে সরকার গঠনে প্রয়োজন ১১৬টি আসন। রাজ্যটিতে বিজেপি ১৬৬ আসন পেয়েছে। আর কংগ্রেস ৬৩, একটিও আসন পায়নি বিএসপি জোট। অন্যান্য প্রার্থী একটি আসনে পেয়েছে।

রাজস্থানে মোট আসন ১৯৯টি। সেখানে সরকার গঠনে প্রয়োজন ১০০টি আসন। রাজ্যটিতে বিজেপি ১১৫ আসন পেয়েছে। আর কংগ্রেস ৭০, বিএসপি ২ ও অন্যান্য প্রার্থীরা ১২টি।

ছত্তীসগড়ে মোট আসন ৯০টি। সেখানে সরকার গঠনে প্রয়োজন ৪৬টি আসন। রাজ্যটিতে বিজেপি ৫৬টি আসন পেয়েছে। আর কংগ্রেস ৩৪। অন্যদলগুলো কোনো আসন জিততে পারেনি।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় মোট আসন ১১৯টি। সেখানে সরকার গঠনে প্রয়োজন ৬০টি আসন। রাজ্যটিতে কংগ্রেস ৬৪টি আসন পেয়ে জয় নিশ্চিত করেছে। আর বিআরএস ৪০টি, বিজেপি ৯টি, এআইএমআইএম ৬টি আসন পেয়েছে।