হিরো আলমের মনোনয়ন বাতিলের কারণ জানা গেল

বগুড়া প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ১৫:১৭
শেয়ার :
হিরো আলমের মনোনয়ন বাতিলের কারণ জানা গেল

ত্রুটিপূর্ণ হওয়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলমের মনোনয়ন বাতিল করেছেন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আজ রবিবার দুপুরে বগুড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইকালে তার মনোনয়ন বাতিল করা হয়। 

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম আমাদের সময়কে বলেন, বগুড়ায় সাতটি আসনের মধ্যে আজ ১, ২, ৩ ও ৪ আসনের প্রার্থী যাচাই-বাছাই করা হচ্ছে। বগুড়া-৪ আসনে আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম তার মনোনয়নে স্বতন্ত্র প্রার্থীর ঘরে দলের নাম লিখলেও দলের নামের ঘরে লিখেছেন প্রযোজ্য নয়। 

অপরদিকে তিনি আয়কর সংক্রান্ত একটি ফরম জমা দেননি। নির্বাচনী হলফনামাতেও তার স্বাক্ষর নেই। এসব কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তিনি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন, যোগ করেন সাইফুল ইসলাম।

মনোয়ন বাতিল প্রসঙ্গে হিরো আলম আমাদের সময়কে জানান, তার মনোনয়ন বাতিল হওয়া নতুন কিছু নয়। তিনি সোমবার কাগজ হাতে পেলে মঙ্গলবার কমিশনে আপিল করবেন। সেখানেও বাতিল হলে আদালতে যাবেন। 

বগুড়া-৪ ( কাহালু ও নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এর আগে তিনি সুপ্রিম পার্টি থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন। গত বৃহস্পতিবার পৌনে চারটায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে হিরো আলমের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশ কংগ্রেসের প্রতীক ডাব।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আসলে আমার ভুল হয়েছিল। সুপ্রিম পার্টির নাম দিয়ে ভুল করে মনোনয়ন তুলেছিলাম। এবার বাংলাদেশ কংগ্রেস দল থেকে মনোনয়ন দাখিল করেছি।’

উল্লেখ্য, চলতি বছর উপনির্বাচনে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হিরো আলম। পরে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন এই ইউটিউবার।