ভারতে বিধানসভা নির্বাচন /

তিন রাজ্যে বড় জয়ের পথে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ১৩:২০
শেয়ার :
তিন রাজ্যে বড় জয়ের পথে বিজেপি

ভারতে বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যের ভোট গ্রহণ গত মাসে হলেও আজ রবিবার চার রাজ্যের ভোট গণনা শুরু হয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও ছত্তিসগড়ে কারা এগিয়ে আছে- তা নিয়ে লাইভ প্রতিবেদনে তথ্য জানাচ্ছে এনডিটিভি ও আনন্দবাজার। 

প্রতিবেদনে বলা হয়েছে, চার রাজ্যের মধ্যে তিন রাজ্যেই বড় জয়ের পথে ক্ষমতাসীন বিজেপি দল। আনন্দবাজার বলছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগড়ে কার্যত কংগ্রেস-বিজেপির মুখোমুখি লড়াই। তার মধ্যে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শুরু থেকেই এগিয়ে বিজেপি। ছত্তিসগড়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে একসময় হাড্ডাহাডি লড়াই চললেও ক্রমে ব্যবধান বাড়িয়ে নিয়েছে বিজেপি। 

এনডিটিভি বুথ ফেরত সমীক্ষার ফলাফলে মধ্যপ্রদেশে পুনরায় বিজেপি ক্ষমতায় আসার পূর্বাভাসই দিয়েছে। গত মাসে দেশটিতে যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়, এরমধ্যে শুধু মধ্যপ্রদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি ক্ষমতায় রয়েছে।  

ছত্তিসগড় ও রাজস্থানের ক্ষমতায় কংগ্রেস পার্টি। তবে এসব রাজ্য এবার কংগ্রেসের হাতছাড়া হবে বলে মনে হচ্ছে। এমন পরিস্থিতি দেশটিতে বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’র বৈঠক ডাকতে পারে কংগ্রেস। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আগামী ৬ ডিসেম্বর বিরোধী নেতৃত্বকে নিয়ে দিল্লিতে বৈঠকে বসতে আগ্রহী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। 

এই চার রাজ্য ছাড়াও গত নভেম্বরে মিজোরামেও বিধানসভা নির্বাচনে ভোট হয়েছে। রাজ্যটিতেও আজ ভোটও গণনা শুরু হওয়ার কথা ছিল। তবে খ্রিস্টান অধ্যুষিত রাজ্যটিতে বিভিন্ন সামাজিক সংগঠন ও গির্জাগুলোর অনুরোধে নির্বাচন কমিশন ভোট গণনার তারিখ একদিন পিছিয়ে সোমবার করেছে।

ভারতে আগামী বছর জাতীয় নির্বাচন। তার আগে এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো দল কী অবস্থানে রয়েছে সে সম্পর্কে খানিকটা হলেও পূর্বাভাস পাওয়া যাবে।