এবার বিহারের স্কুলে হিজাবে নিষেধাজ্ঞা!

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩২
শেয়ার :
এবার বিহারের স্কুলে হিজাবে নিষেধাজ্ঞা!

ভারতের বিহারের শেখপুরায় এবার হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির এক সরকারি স্কুলে ছাত্রীদের ক্লাসের ভেতরে হিজাব খুলতে বলে স্কুল কর্তৃপক্ষ। এরপরেই শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা হুমকি দেয় স্কুল কর্তৃপক্ষকে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এমন ঘটনায় উৎক্রমিত মধ্য বিদ্যালয়ের অধ্যক্ষ অভিযোগ জানিয়ে চিঠি লিখেছিলেন। স্থানীয় জেলার শিক্ষা অফিসার ওমপ্রকাশ সিং জানিয়েছেন, গত ২৯ নভেম্বর এই ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত সম্পর্কে তিনি জানান, স্কুলের শিক্ষকরা মুসলিম ছাত্রীদের হিজাব খুলতে বলেছিলেন ক্লাসরুমে। এরপরই তাদের অভিভাবকরা অধ্যক্ষকে বলেন- যদি হিজাব পরতে না দেওয়া হয় তাহলে তারা স্কুলই বন্ধ করে দেবেন!  

পুরো এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওমপ্রকাশ। তিনি জানান, শিগগির স্কুলটি পরিদর্শনে যাবেন ব্লক শিক্ষা কর্মকর্তা। তদন্তের রিপোর্ট জমা দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ওমপ্রকাশ বলেছেন, ক্লাসে কোনো ধরনের পর্দা পরিধানের অনুমতি দেওয়া হবে না। যদি এই কারণে নিরাপত্তায় বিঘ্ন ঘটানো হয় তাহলে আইনি পথে যেতে হবে।