বিএনএম মনোনীত প্রার্থীর বাসভবনে ককটেল নিক্ষেপ
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থীর বাসভবনে একটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাঠানপাড়াস্থ বিএনএমের মনোনীত প্রার্থী ও সাবেক পৌর মেয়র মাওলানা মোহাম্মদ আব্দুল মতিনের বাড়ির প্রধান ফটকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে, এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
পরে পুলিশ সুপার ছাইদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলি সুপারসহ গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি আরও জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করা হবে। আর এখন থেকে প্রার্থীদের নিরাপত্তা জোরদার করা হবে।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় শুক্রবার তাকে দল থেকে বহিষ্কার করা হয়।