প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্রসহ দুজন গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে এক প্রবাসীর স্ত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে কলেজছাত্র শাহিন (২০) ও তার বন্ধু রাশেদকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে চট্টগ্রাম পাহাড়তলী এলাকা থেকে ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানান, গত ২৮ নভেম্বর এক সৌদি প্রবাসীর স্ত্রী বাবার বাড়ি আমিরাবাদ থেকে মতিগঞ্জ শ্বশুর বাড়ি যাওয়ার পথে একই গ্রামের কলেজছাত্র শাহিন ও তার বন্ধু রাশেদ সিএনজি যোগে এসে পথ আটকে জোর পূর্বক তুলে নিয়ে যান।
এদিকে মেয়ে শ্বশুর বাড়িতে না যাওয়ায় এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে থানায় ২৯ নভেম্বর থানায় সাধারণ ডায়রি করেন তার বাবা শাহ আলম।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত করে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি বাসা থেকে ওই প্রবাসীর স্ত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত শাহিন ও তার বন্ধু রাশেদকে গ্রেপ্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।