সাবেক স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ কাউন্সিলরের

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ২১:০৮
শেয়ার :
সাবেক স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ কাউন্সিলরের

সাবেক স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমদ শাওন। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে সুবিচারের দাবি জানান।

আজ শনিবার বিকেলে শহরস্থ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে নিজের আত্মসম্মান ও জানমালের নিরাপত্তা চান কাউন্সিলর শাওন।

লিখিত বক্তব্যে শাওন জানান, বিয়ের পর তিনি জানতে পারেন তার স্ত্রী বিয়ের স্বর্ণালঙ্কার বিক্রি করে দিয়েছেন। এতে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। ২০২২ সালের ৩১ জানুয়ারি আদালতের মাধ্যমে স্ত্রীকে তালাকপত্র পাঠান। তালাক কার্যকরের প্রায় দুই মাস পর সাবেক স্ত্রী তার পৌরসভাস্থ উত্তর মাগুরা এলাকার বাসায় পুলিশ সঙ্গে নিয়ে দখলের চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে সাবেক স্ত্রী তাকে গালাগালি করেন এবং তার ওপর হামলা চালান।

শাওন আরও জানান, তালাকের পর তার স্বাক্ষর জাল করে পূবালী ব্যাংক কুলাউড়া শাখায় চেক জমা দিয়ে দেড় লাখ টাকা আত্মসাৎ করেন। পরে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে গত ১৩ ও ১৪ আগস্ট তার বাসায় আবারও প্রবেশের চেষ্টা করলে তিনি তাতেও বাধা দেন। এ বিষয়ে ১৬ আগস্ট মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তিনি। পরে আইনি সহায়তা চেয়ে ১৭ আগস্ট পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন করেন।

তিনি জানান, পুলিশ সুপারের কাছে আইনি সহায়তা চাওয়ার পর ১৭ আগস্ট রাতে তার সাবেক স্ত্রী কুলাউড়া থানায় তার বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলা করেন। সেই মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন নেন।

অভিযোগ বিষয়ে শাওনের সাবেক স্ত্রী বলেন, মামলা দিয়ে শাওনকে কোনো হয়রানি করছি না। শাওন আমার ওপর অত্যাচার করছে। আমি আইনি প্রক্রিয়ায় রয়েছি।